মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন রুপরেখা বাস্তবায়নে বাংলাদেশ শিশু একাডেমি প্রতি বছরের মতো এ বছরও শিশুদের অধিকার এবং শারীরিক, মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজন করছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১। এর মধ্য দিয়ে প্রতিভাবান শিশু কিশোরদের আবিষ্কার করা যাবে; তারা ভবিষ্যতে সমাজের প্রতিটি স্তরে আলোর প্রদীপ জ¦ালিয়ে আদর্শ নাগরিক হিসাবে গড়ে ওঠার সুযোগ লাভ করবে।
এ বছর মোট ৩০টি বিষয়ে ৭৯টি বিভাগে উপজেলা/থানা পর্যায় থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিভা বিকাশে অধিকতর সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বয়সী শিশুদের অংশগ্রহণ বাড়াতে গত বছর থেকে ক, খ বিভাগের পাশাপাশি গ বিভাগ করা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত ঘটবে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১।
১। উপজেলা পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২২ অনুষ্ঠিাত হবে।
২। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত করে ১০ (দশ) কার্য দিবসের মধ্যে বরাদ্দকৃত অর্থের মূল ভাউচার এবং চেক প্রাপ্তি রশিদে সীল স্বাক্ষর দিয়ে নি¤œস্বাক্ষরকারীর বরাবরে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
৩। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর নিয়মাবলী অনুযায়ী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৪। উপজেলা পর্যয়ে ১ম ¯’ান অধিকারী শিশুদের নামের তালিকা আগামী ২৭/০১/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে নি¤œস্বাক্ষরকারী
বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ঊসধরষ: নংধমধরনধহফযধ.নফ@মসধরষ.পড়স
৫। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য উপজেলায় ১ম ¯’ান অধিকারের সনদপত্র, ৬ (ছয়) কপি সত্যায়িত ছবি এবং প্রতিযোগিতার বয়স ও অধ্যায়ণের শ্রেণি প্রমাণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে প্রত্যায়নপত্র এবং সরকারি জন্মনিবন্ধন সনদপত্র
সংগে আনতে হবে। জেলায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। নিয়মাবলী সমূহ িি.িংযরংযঁধপধফবসু.মড়া.নফ
৭। গাইবান্ধা জেলা পর্যয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর তারিখ পরবর্তীতে জানানো হবে।
৮। নমুনা ছক: উপজেলার শিশুদের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ চুড়ান্ত ফলাফল প্রেরণের (ছকের নমুনা)।
উল্লেখিত প্রতিযোগিতা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি এবং ব্যাপক সংখ্যাক প্রতিষ্ঠানে প্রচারের জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ করা হলো।
সংযুক্ত ঃ
১। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর নিয়মাবলী (০৮ পাতা)- ০১(এক) সেট।
(মোঃ মোস্তাক আহম্মেদ)
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা
বাংলাদেশ শিশু একাডেমি,গাইবান্ধা।
ফোন ঃ ০৫৪১-৫১৭৫৫।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS