Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
National Morning Day 2015
Details

উপর্যূক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত“স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস” ২০২৩ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালন উপলক্ষে শিশুদের মাঝে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কর্মসূচী নিম্নরুপ ঃ 

ক্রঃ     তারিখ ও সময়    প্রতিযোগিতার বিষয়    বিভাগ    



১।     ১৪/০৮/২০২৩

সকাল ১০.০০ টা    চিত্রাংকন প্রতিযোগিতা    ক- বিভাগ (১ম¬-২য় শ্রেণি), বিষয় : ইচ্ছেমতো। 

খ- বিভাগ (৩য়-৫ম শ্রেণি), বিষয় : গ্রাম বাংলার দৃশ্য অংকন। 

গ- বিভাগ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), বিষয় : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।

ঘ-বিভাগ (৯ম-১০শ শ্রেণি), বিষয় : বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন।

ঙ- বিভাগ (১ম-১০ম শ্রেণি), বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিষয় : ইচ্ছেমতো।    স্থান: বাংলাদেশ শিশু একাডেমি, গাইবান্ধা।


২।     ১৪/০৮/২০২৩ বেলা ১১.০০ টা    রচনা প্রতিযোগিতা    

ক- বিভাগ(৬ষ্ঠ-৮ম শ্রেণি), বিষয় : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। অনধিক ৫০০ শব্দ।

খ- বিভাগ (৯ম-১০ম শ্রেণি),বিষয় : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। অনধিক ৭০০ শব্দ।      সময় : ৩০ মিঃ (ক+খ)    ঐ


৩।    ১৪/০৮/২০২৩ বেলা ১১.৩০ টা    আবৃত্তি প্রতিযোগিতা    ক- বিভাগ (১ম¬-৩য় শ্রেণি)।  

খ- বিভাগ (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি)। 

গ- বিভাগ ( ৭ম-১০ম শ্রেণি)। বিষয় : (ক+খ+গ) বঙ্গবন্ধু বিষয়ক আবৃত্তি।    ঐ


৪।    ১৫/০৮/২০২৩ 

বিকাল ৩.০০ টা    বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতা, শোক দিবসের তাৎপর্য, বঙ্গবন্ধু বিষয়ক ছড়া/কবিতা পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।   


বর্ণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করা হলো। প্রতিযোগিকে প্রতিযোগিতা শুরুর আধা ঘন্টা পূর্বে শিশু একাডেমিতে উপস্থিত হতে হবে। প্রতিযোগিতা সংক্রান্ত ব্যাপারে বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। প্রতিযোগিতায় যাতে ব্যাপক সংখ্যক শিশু অংশ গ্রহণ করতে পারে এ ব্যাপারে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি। 



Attachments
Image
Publish Date
10/08/2023
Archieve Date
20/09/2023