"সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণার বঙ্গমাতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০৮.০৮.২০২৩ তারিখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত প্রোগ্রামটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি উপভোগ করা হয়। অনুষ্ঠান শেষে অসহায়, কর্মহীন দুঃস্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন ওচিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গাইবান্ধা; উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, গাইবান্ধা; জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; বীর মুক্তিযোদ্ধাগণ; আমন্ত্রিত অতিথিবৃন্দ; উপকারভোগী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস